মেহেরপুরে নতুন করে করোনা ভাইরাসে ৩২জন আক্রান্ত
মেহেরপুর নতুন করে আজও ৩২জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। কে নিয়ে জেলায় করনা আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯ জন। আজ রবিবার(১৩জুন) এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় নতুন পজেটিভ ৩২ টি। সদর-৮জন, গাংনী-১৭, মুজিবনগর-৭জন।
তিনি আরও জানান, এ পর্যন্ত মেহেরপুর জেলায় বর্তমানে জেলায় আক্রান্ত ১৭৯ জন। এর মধ্যে সদর উপজেলায় ৩৮ জন, গাংনী উপজেলায় ৮৬ জন ও মুজিবনগর উপজেলায় ৫৫জন আক্রান্ত হয়েছেন। জেলায় করোনায় মৃত্যুবরণ করেছেন ২৬ জন। এর মধ্যে সদর উপজেলায় ১০জন, গাংনী উপজেলায় ১০জন এবং মুজিবনগর উপজেলায় ৬জন। তিনি সবাইকে সামাজিক দূরত্ব, নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোবার অভ্যাস, মাস্ক ব্যবহার, জনসমাগম এড়িয়ে এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।