মেহেরপুরে নগদ অর্থ ও ফেন্সিডিল আটক
মেহেরপুরে নগদ ১ লক্ষ ৫৮ হাজার টাকা ও ১’শ২০ বোতল ফেনসিডিলসহ মোঃরহমান শেখ(৫৮)কে আটক করেছে জেলা ডিবি পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে আটক করে। আটককৃত রহমান শেখ মুজিবনগর থানার দক্ষিণ শিবপুর গ্রামের মৃত নিয়ামত শেখ এর ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর মুজিবনগর উপজেলার দক্ষিণ শিবপুর গ্রামের মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মুক্ত রায়চৌধুরী, এসআই অজয় কুমার কুন্ডু ও এএসআই জসিম উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে নগদ অর্থ ও ফেনসিডিলসহ তাকে আটক করে।রহমানের বিরুদ্ধে ইতিপূর্বে আরও চারটি মামলা বিচারাধীন রয়েছে। আটককৃত রহমানের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।