মেহেরপুরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শিপন আলী
মেহেরপুর সদর উপজেলার বেলেগাড়ি গ্রামে মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে শিপন আলী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ডিসেম্বর) শিপন আলী কে আটক করার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শিপন আলী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাহির মাদির চর গ্রামের আলি শাহার ছেলে। সে মেহেরপুর সদর উপজেলার বেলেগাড়ি গ্রামে তার শশুর মাহাবুল হোসেনের বাড়িতে বসবাস করছিলেন। মানসিক প্রতিবন্ধীর বড় বোনের দায়ের করা অভিযোগে জানা গেছে, বেশ কিছুদিন যাবত শিপন তার বোনকে বিভিন্ন সময় উত্ত্যাক্ত করত।
গত ১ ডিসেম্বর দুপুরের দিকে বাদি বাড়িতে না থাকার সুযোগে শিপন তার মানসিক প্রতিবন্ধী বোনকে মাঠের মধ্যে একটি কলাবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বাড়িতে আসলে তাকে রক্তাক্ত অবস্থায় দেখে। ওই সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে শিপন তাকে ধর্ষণ করেছে বলে জানান। পরে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে সোমবার মেহেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০। সংশোধিত ২০০৩ এর ৯(১)ধারা শিপনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৭।