মেহেরপুরে দোকানের তালা ভেঙ্গে ৪০ লাখ টাকার মোবাইল চুরি
![মেহেরপুরে দোকানের তালা ভেঙ্গে ৪০ লাখ টাকার মোবাইল চুরি](https://gangnirchokh.com/wp-content/uploads/2024/07/IMG_20240707_18594320.jpeg)
![](https://gangnirchokh.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মেহেরপুরে এস আর টেলিকম নামের একটি মোবাইলের দোকানে তালা ভেঙে ৪০ লাখ টাকার মোবাইল চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। আজ রোববার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
এস আর টেলিকমের স্বত্বাধিকার সাইদুর রহমান শাহীন জানান, সকালের দোকান খুলতে এসে দেখি শাটারের তালা ভাঙ্গা। পরে ভেতরে গিয়ে দেখি রেক এর মোবাইল গুলো নেই। সঙ্গবদ্ধ চোরের দল বিভিন্ন ব্রান্ডের প্রায় দুই শতাধিক মোবাইল ছিল যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
মেহেরপুর সদর থানার ওসির শেখ কনি মিয়া জানান, বিষয়টি শোনার পর ঘটনা পরিদর্শন করেছে সদর থানা পুলিশ।