মেহেরপুরে দুটি স্কুলে নতুন ভবনের উদ্বোধন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
মেহেরপুরে নতুন দুটি ইস্কুলের ভবন উদ্বোধন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শনিবার(২১ জানুয়ারী) বেলা ১২ টার সময় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চারতলা ভবন উদ্বোধন করেন তিনি। পরে একই ইউনিয়নের সিএনসি মাধ্যমিক বিদ্যালয়ের ভবনের উদ্বোধন শেষে আলোচনা সভায় যোগদান করেন মন্ত্রী। আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভবন উদ্বোধন শেষে উপস্থিত ছাত্র-ছাত্রী ও জনগণের উদ্দেশ্যে মন্ত্রী বক্তব্য রাখেন। এসময় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বর্ণনা করেন তিনি। দেশের স্বার্থে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই বলেও জানান মন্ত্রী। পরে সিএনসি মাধ্যমিক বিদ্যালয় এর এক আলোচনা সভায় যোগ দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান ও সদর আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন চুন্নু সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। আলোচনা সভায় স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী উপস্থিত ছিল।