মেহেরপুরে দু’টি মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে আহত-১

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:50 PM, 12 October 2022

মেহেরপুর দু’টি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রাসেল রানা(১৮) নামের এক যুবক মারাত্মক আহত হয়েছে।আজ বুুধবার সন্ধা ৭টার দিবে মেহেরপুর-মুজিবনর সড়কের চকশ্যামনগর গ্রামের শিমুলতলাই এই দুর্ঘটনা ঘটে । আহত রাসেল রানা চকশ্যামনগর গ্রামের মোঃ রফিক মিয়ার ছেলে ।

স্থানিয়রা জানান, রাসেল মেহেরপুর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিল এয় সময় আপর দিক থেকে দ্রুতগামি একটি মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাসেলের মোটরসাইকেলের সাথে ধাক্কা মারলে রাসেল ছিটকিয়ে মাঠিতে পড়ে যাই । স্থানিয়রা রাসেলকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তার পা ভয়ানক ভাবে ভেঙ্গে যাওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজে রেফার করা হয়েছে ।

আপনার মতামত লিখুন :