মেহেরপুরে দু’টি তেল পাম্পে ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে জরিমানা
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিএসটিআই এর সহযোগিতায় মেহেরপুরের দুটি তেল পাম্পে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে এ আদালত পরিচালনা করা হয় হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এর নেতৃত্বে এ আদালত বসানো হয়। এসময় নুর ফিলিং স্টেশনে পরিমাপে কারচুপির অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইনের ২০১৮ এর ২৯ ধারাই ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে একই দিনে মেহেরপুর শহরের মেহেরপুর ফিলিং স্টেশনে আন্ডারগ্রাউন্ড স্টোরিজ লাইসেন্স নবায়ন না করায় ৩২(৩) ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বিএসটিআইর পরিদর্শক মঈনুদ্দিন এ সময় সেখানে উপস্থিত ছিলেন।