মেহেরপুরে দুই দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  05:15 PM, 19 August 2024

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, স্বাস্থ্যবিধি অমান্য ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে মেহেরপুর বড় বাজার এলাকায় দুই দোকানীকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার দুপুরে পৌরশহরের বড় বাজার এলাকায় জোসনা বেকারিতে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানাকরা হয়। অন্যদিকে আসিফ ফল ভান্ডারে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর-চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহম্মেদ।
সজল আহমেদ বলেন, এর আগেও ওই দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন কৃষি বিপণন কর্মকর্তা মমিনুল ইসলাম, সেনেটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম ও পুলিশের একটি টিম।

আপনার মতামত লিখুন :