মেহেরপুরে দুইটি সড়কে প্রায় অর্ধশতাধিক দুর্ঘটনা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  04:03 PM, 22 April 2021

মেহেরপুর সদর উপজেলার আলমপুর এবং বুড়িপোতা মোড়ে পৃথক পৃথক অর্ধশতাধিক দুর্ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যার পর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ওই দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে মেহেরপুর সদর উপজেলা আলমপুর এবং বুড়িপোতা সড়কে ইটের ভাটায় মাটি তোলার কাজে ব্যবহৃত ট্রাক্টর থেকে মাটি পড়ে রাস্তার উপরে জমাট হয়ে থাকে।

বুধবার সন্ধ্যার দিকে সামান্য বৃষ্টির ফলে ওই সড়ক দুটি পিচ্ছিল হয়ে যায়, এতে আলমপুর একটি ট্রাক খাদে পড়ে যাওয়া সহ দুই সড়কে অর্ধ শতাধিক মোটরসাইকেল, ইজিবাইক উল্টে পড়ে। এ সময় অনেকে আহত হন। ইটভাটায় মাটি তোলার কারনে রাস্তায় পড়ে থাকা মাটি বৃষ্টির পানিতে কাদা হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

রাতে একটি খালি ট্রাক মেহেরপুর থেকে গাংনী যাবার পথে আলমপুর নামকস্থানে পিচ্ছিলরে কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়, এতে ওই ট্রাকের চালক ও হেলপার আহত হয়। ভোরের দিকে আলমপুর সড়কে পানি দিয়ে রাস্তাটি ধোয়ার কাজ করলেও অন্য সড়কগুলো ধোয়ার কোনো ব্যবস্থা করেন করা হয়নি। এ নিয়ে এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন :