মেহেরপুরে দুঃসাহসিক চুরি
মেহেরপুর শহরের মল্লিক পাড়াস্থ রমেশ ক্লিনিকের পিছনে অ্যাডভোকেট শাহজাহান আলীর এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দিনের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয়রা সূত্রে জানাগেছে, বাড়িটি বুড়িপোতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মেহেরপুর জেলা জজ কোর্টের জিপি অ্যাডভোকেট শাহজাহান আলীর। বাড়িতে কেউ না থাকায় জানালার গ্রিল ভেঙ্গে চোর ঘরে ঢুকে নগদ টাকা, মোবাইলসহ প্রায় চার লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে গেছে। বাড়ি মালিক কয়েকদিন পূর্বে স্বপরিবারে ঢাকায় বেড়াতে গেছেন। বাড়ি দেখাশোনা করেছিলেন তার সহকারি রাজু আহমেদ। নিজের কিছু কাজে সকালে সে বাড়িতে তালা লাগিয়ে বাইরে গিয়েছিলেন। বিকালে বাড়ি এসে দেখেন বাড়ির জানালার গ্রিল ভাঙ্গা। বাড়িতে প্রবেশ করে দেখেন জিনিসপত্র সব এলামেলো। বিষয়টি এলাকাবাসীকে জানালে চুরির বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলামসহ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।