মেহেরপুরে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি
মেহেরপুর দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) দিনের কোন এক সময় শহরের মারকাজ মসজিদ পাড়ার নজরুল ইসলামের বাড়িতে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, মরহুম নজরুল ইসলামের স্ত্রী শুক্রবার সকালে মারকাজ মসজিদ পাড়াস্থ বাড়িতে তালা দিয়ে তার পিতার বাড়ী সদর উপজেলার গোপালপুর গ্রামে বেড়াতে যান। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে সঙ্গবদ্ধ চোরের দল তালা ভেঙে ঘরে প্রবেশ করে আলমারিতে রাখা নগদ ৬০ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণের অলংকার নিয়ে চলে যাই।
চুরির খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে