মেহেরপুরে ত্রি-বার্ষিক কাউন্সিলে ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ
মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল উপলক্ষে রাস্তায় টাঙ্গানো ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
আজ সকাল ১০ টায় আমঝুপি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শামসুজ্জামান চমন বলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম পেরেশান এর পক্ষে কিছু ব্যানার-ফেস্টুন আমঝুপি বাজারে টাঙ্গানো হয়েছিল। গতরাতে কে বা কারা কয়েকটি ব্যানার-ফেস্টুন ছিড়ে নষ্ট করেছে। তিনি আরো বলেন শহিদুল ইসলাম পেরেশান দলের একনিষ্ঠ কর্মী সাবেক ছাত্রনেতা রাজপথের বলিষ্ঠ কণ্ঠস্বর ব্যানার ফেস্টুন নষ্ট করে মোঃ শহিদুল ইসলাম পেরেশান জয় আটকানো সম্ভব না।
শহিদুল ইসলাম পেরেশান বলেন শুধু আমঝুপিতে নয় কুতুবপুর সহ অনেক জায়গাতেই আমার ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেছে এবং অনেক জায়গায় পুড়িয়ে দিয়েছে। আমার ব্যানার-ফেস্টুনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার ছবি আছে যারা আমার ব্যানার-ফেস্টুন পুড়িয়ে দিয়েছে আমি মনে করি তারা আওয়ামী লীগের কেউ নয়।