মেহেরপুরে তুচ্ছ ঘটনায় একজনকে কুপিয়ে জখম

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:17 PM, 09 August 2021

মেহেরপুরে তুচ্ছ ঘটনায় একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ জমির মালিক খায়রুল বিরুদ্ধে। সোমবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে মহিষের ঘাস খাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জের ধরে শাহাবুদ্দিন নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে খায়রুল নামের এক ব্যাক্তি।

আহত শাহাবুদ্দিন চকশ্যামনগর গ্রামের সাত্তার মণ্ডলের ছেলে। জানা গেছে ঘটনার সময় শাহাবুদ্দিনের একটি মহিষ খায়রুলের জমিতে লাগানো ঘাস খেতে শুরু করে। এনিয়ে জমির মালিক খায়রুল এবং মহিষের মালিক শাহাবুদ্দিনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহাবুদ্দিনকে কুপিয়ে জখম করা হয়। আহত অবস্থায় তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আপনার মতামত লিখুন :