মেহেরপুরে ড. এম,এ ওয়াজেদ মিয়ার মৃত্যু বার্ষিকী পালিত
মেহেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মেহেরপুর পৌর বশিগপ কমিউনিটির সভাপতি অধ্যাপক নূরুল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা বশিগপ মেসমক ও সভাপতি প্রফেসর মোঃ রফিকুল ইসলাম, মেহেরপুর জেলা শাখা বশিগপের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ সাইদুর রহমান।
এছাড়াও এসময় মেহেরপুর জেলা শাখা বশিগপের সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্ত্তী প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।