মেহেরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
“প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্ত মূলক উন্নতি” এই প্রতিপাদ্যকে নিয়ে মেহেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার(১২ ডিসেম্বর) সকাল ১১ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) লিউজা-উল-জান্নাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আলিফ রেজা, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, জেলা শিক্ষা কর্মকর্তা মাহাফুজুল হোসেন, আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক এনামুল হক। আলোচনা সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।