মেহেরপুরে ডায়মন্ডস রূপসী বাংলা গার্মেন্টসে অগ্নিকাণ্ড

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  04:51 PM, 07 June 2021

মেহেরপুর শহরের কাথুলী সড়কে ডায়মন্ডস রূপসী বাংলা নামের একটি গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডে লক্ষ লক্ষ টাকার জামা কাপড় পুড়ে ছাই হয়ে গেছে।

আজ সোমবার মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে ডায়মন্ডস রূপসী বাংলা গার্মেন্টসের মালিক খন্দকার আক্তারুল ইসলাম (ডায়মন্ড) রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। মধ্যরাতে দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়।

এসময় নৈশ প্রহরীরা ফায়ার সার্ভিসকে খবর দিলে মেহেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভান। তার আগেই লক্ষ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ডায়মন্ডস রূপসী বাংলার স্বত্বাধিকার খন্দকার আক্তারুল ইসলাম (ডায়মন্ড) জানান, ঈদের আগে ৮০-৯০ লক্ষ টাকার মালামাল তোলা হয়েছিল। ঈদে কিছু বিক্রি হয়েছে। অগ্নিকাণ্ডে বাকি মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

আপনার মতামত লিখুন :