মেহেরপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত -৩
মেহেরপুর-মুজিবনগর সড়কের ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আজ শনিবার(২৫-জুন) বিকালে মেহেরপুর সদর উপজেলা চকশ্যামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো, মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের ইব্রাহিমের ছেলে অটোচালক মুজিবুর রহমান, মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামের ইন্নাল শেখের ছেলে ইব্রাহিম শেখ ও তার স্ত্রী ঝরনা খাতুন।
স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরপুর থেকে ছেড়ে যাওয়া মজিবনগর গামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে মুখোমুখি ধাক্কা দিলে অটোরিকশাটির দুমড়ে-মুচড়ে চালকসহ ৩ জন মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল নিয়ে আসে। ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ আহতের ঘটনায় সত্যতা নিশ্চিত করেন মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) জুলফিকার আলী।