মেহেরপুরে ট্রাক্টরের ধাক্কায় ইটভাটার শ্রমিক নিহত
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে সড়ক দুর্ঘটনায় ভনা(৫০) নামের এক দিনমুজুর নিহত হয়েছে। ভনা মেহরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাজাপুর আদর্শ গুচ্ছগ্রামের রেজাউলের ছেলে ।
স্থানীয় গ্রামবাসী জানায়,দিঘ কয়েক মাস ধরে মেহেরপুর বাড়বাকা সড়ক সংস্কারের নামে রাস্তা জুড়ে ইট শুড়কি ফেলে রেখেছে। বুধবার বিকেলে ভাটায় কাজ শেষে সাইকেল যোগে বাড়ি ফিরছিলো। এসময় আপর দিক থেকে মাটি বোঝায় ট্রাক্টর আসলে ভনা ট্রাকটাকে সাইড দিতে ইট শুড়কির উপরে তার সাইকেল তুলে দেয়। এসময় সে সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটারের তলে পড়ে পৃষ্ঠ হয়। পরে গ্রাম বাসি খবর পেয়ে ভনার মৃতদেহ উদ্ধার করে।
নিহত ভনার ছেলে মিলন বলেন রাজাপুরের সাদ্দাম হোসেন গ্রাম থেকে মাটি কেটে ইট ভাটাই দিচ্ছে। তার ব্যাবাহারিত গাড়িতে এয় দুর্ঘটনা ঘটিয়েছে।
সাদ্দামকে মুঠোফোন কল দিলে সে জানান, আমার দুইটি গাড়ি চলছে কোন গাড়িতে দুর্ঘটনা ঘটিয়েছে আমি পরে জানাবো ।
মেহেরপুর সদর থানার ডিউটি অফিসার জানান সড়ক দুর্ঘটনা খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করছে।