মেহেরপুরে ট্রাকের চাপায় বৃদ্ধা নিহত

মেহেরপুরে ট্রাকের চাপায় বৃদ্ধা নিহত

শেয়ার করুন

মেহেরপুরে মিনি ট্রাকের চাপায় রোকেয়া খাতুন (৬৫) নামের এক পথচারী বৃদ্ধা নিহত হয়েছে। শুক্রবার সকাল ৭ টায় সদর উপজেলার মদনা জামতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া খাতুন মদনা জামতলা পাড়ার মেসের আলীর স্ত্রী।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আই মুস্তাফিজুর রহমান জানান,রোকেয়া খাতুন প্রতিদিনের ন্যায় সকালে রাস্তায় হাটতে বের হয়। রাস্তার পাশ দিয়ে হোেট যাওয়ার সময় পিছন থেকে একটি মিনিট্রাক তাকে চাপা দিয়ে মেহেরপুরের দিকে পালিয়ে যায়। ট্রাকের চালক ও গাড়ির সন্ধানে কাজ করঠেছ পুলিশ।
মেহেরপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান জানান,দূর্ঘটনার সংবাদ পেলে লাশ উদ্ধার করে বডিব্যাগে রেখে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাংনী উপজেলা