মেহেরপুরে জেলা পুলিশের সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  01:48 PM, 06 July 2021

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মেহেরপুরে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করেছে পুলিশ। ‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” স্লোগানকে সামনে নিয়ে মঙ্গলবার সকালে মেহেরপুর পুলিশের একটি দল শহরের হোটেল বাজার মোড় এবং পুরাতন বাসস্ট্যান্ড এলাকায়সহ শহরের বিশেষ বিশেষ স্থানে জনসচেতনতা মূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করে।

অভিযান পরিচালনাকালে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষকে কোনও প্রকার চাপ বা জোর না করে সচেতন করার উদ্দেশ্যেই মূলত পুলিশ এ অভিযান শুরু করেছে। পুরো জেলার প্রত্যেকটি থানা এলাকায় এবং ইউনিয়ন পর্যায়েও পুলিশ এ সচেতনতামূলক প্রচারণা অব্যাহত থাকবে। এসময় অযাথা ঘরের বাইরে বের না হওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। একইসাথে সকলকে মাস্ক ব্যবহার করার জন্য আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন :