মেহেরপুরে জেলা আওয়ামী লীগের দোয়া অনুষ্ঠান ও খাবার বিতরণ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:30 PM, 15 August 2021

মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকীত উপলক্ষে দোয়া অনুষ্ঠান ও অসহায় মানুষদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়।

আজ বিকাল সাড়ে তিনটার সময় মেহেরপুর সদর উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের যাদবপুর চার রাস্তার মরে এই দোয়া অনুষ্ঠান ও অসহায় মানুষদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়।

উক্ত দোয়া অনুষ্ঠানে ভক্তদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন

এ দোয়া অনুষ্ঠান ও খাদ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামাল চৌধুরী, মেহেরপুর সদর উপজেলা ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মহিউদ্দিন মহি, বুড়িপোতা ইউনিয়নের বিশেষ নেতা আহসান হাবীব জীলা, মেহেরপুর জেলা শাখা প্রজন্মলীগের যুগ্মসাধারণ সম্পাদক আবু তালহা বিন জুয়েল সহ এলাকাবাসী ও পথচারীগণ।

আপনার মতামত লিখুন :