মেহেরপুরে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১ তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা করেছে জেলা বিএনপি। আজ সোমবার (৩০ মে) সকাল ১০ টার সময় শহরের শাহাজিপাড়াস্থ্য বিএনপির কার্যালয়ের সামনে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক সম্পাদক রোমানা আহম্মেদ, আব্দুর রশিদ, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামসহ বিএনপি নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুণ বলেন, নেতাকর্মীদের গুম-খুনের মাধ্যমে সরকার বিএনপিকে আন্দোলনকে স্তব্ধ করতে চায়। সরকারের সেই আশা কখনই পূরণ হবেনা। দেশজুড়ে জনগন আওয়ামী লীগ সরকারের প্রতি ফুসে উঠেছে। সরকার পতনের আন্দোলন যখন দেশ জুড়ে শুরু হয়েছে তখন রাজধানি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে রক্ত ঝরছে। কোনভাবেই বিএনপির আন্দোলণকে প্রতিহত করা যাবেনা। চুড়ান্ত সংগ্রামের মধ্য দিয়ে এ সরকারকে প্রতিহত করা হবে।