মেহেরপুরে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনাভইরাস মুক্ত জীবন গড়ি- এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুরে পালিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস। সোমবার বেলা ১২ টার সময় মেহেরপুর পৌরসভার উদ্যোগে তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের সহযোগিতায় একটি রালি বের হয়। মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে এ র্যালিটি পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পৌরসভা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, আব্দুল্লাহ আল মামুনসহ পৌর কর্মকর্তাগন। এ সময়ে পৌরসভার সকল কর্মচারী কর্মকর্তাগণ বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন।