মেহেরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন সভা
মেহেরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার সময় সিভিল সার্জন অফিস মিলনায়তনে সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামুল হক, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, মেহেরপুর প্রেসক্লাবের সাধারন ফজলুল হক মন্টু। এসময় অন্যদের মধ্যে সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, রফিক উল আলমসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামী ২০ ফেব্রুয়ারী জেলার তিন উপজেলার ২০টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ৬৭ হাজার ৯শ ২৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।