মেহেরপুরে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে শোভাযাত্রা
মেহেরপুর পৌরসভার আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার সকাল সাড়ে দশটার সময় মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি মেহেরপুর পৌরসভা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অন্যদের মধ্যে মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর নুরুল ইসলাম রাজিব, আল মামুন, মীর জাহাঙ্গীর, মোস্তাক আহমেদ, আব্দুর রহিমসহ মেহেরপুর পৌরসভার কর্মকর্তাগন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে মেহেরপুর পৌরসভা কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।