মেহেরপুরে জাতীয় ভোটার দিবস পালিত
মেহেরপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, জেলা প্রশাসন ও জেলা নির্বাচন কমিশনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ওয়ালীউল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুরের জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান। আলোচনা সভায় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন) জামিরুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, ক্রীড়া কর্মকর্তা আরিফ হোসেন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।