মেহেরপুরে জমে জায়গা সংক্রান্ত জেরে নারী ও শিশু সহ আহত-৭
মেহেরপুর শহরের মন্ডলপাড়ায় জোরপূর্বক জমি দখলের সময় বাঁধা দিলে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা ইনতাজ ও তার সহযোগীদের হামলায় নারী ও শিশু সহ ৭ জন আহত হয়েছে। আহতরা হলেন, আজিজুল হক, মহিবুল ইসলাম, অন্তর, লুৎফন নেছা, নুরজাহান বেগম ও খাদিজাতুল কুবরা ও মেঘলা। আহতদের মধ্যে মহিবুল ইসলাম মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকীদের প্রার্থমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়।
এঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আহত আজিজুল হক জানান, তাদের পৈতৃক সম্পত্তির উপর দিয়ে সাবেক কাউন্সিলর ইনতাজদের চলাচলের রাস্তা দেওয়া হয়। ৫ আগষ্টের পর কয়েক দফা ইনতাজ বাহিনী আমাদের জমি দখলের চেষ্টা করে আসছে। গত সপ্তাহে ইনতাজ আমাদের জমিতে ঘর করে। এঘটনায় থানায় দুই বার বসা হলে ইনতাজ সহ তার ভাইয়েরা জমির কোন বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি। শনিবার সকালে আমারদের জমির সীমানা ঘিরে নেওয়ার সময় ইনতাজ, আইনাল, জুল্লু, ইলিয়াস, লিটন, রাফি সহ ১০- ১৫ জন লাঠি সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। এসময় তারা ইট নিক্ষেপ করে। এতে আমি সহ আমার পরিবারের নারী ও শিশু সহ ৭ জন আহত হয়। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এঘটনায় আজিজুল হক বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মেহেরপুর সদর থানার ওসি আমানুল্লা আল বারী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।