মেহেরপুরে জন সংখ্যা বেড়েছে ৫০ হাজার
প্রথম ডিজিটাল জনশুমারী ও গৃহগণনায় মেহেরপুর জেলায় জনসংখ্যা বেড়েছে ৫০ হাজার ৪৪ জন। এদের মধ্যে নারী সংখ্যা বেড়েছে ২৫ হাজার ১৪০ জন ও পুরুষের সংখ্যা বেড়েছে ২৪ হাজার ৯০৪ জন। তবে, পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশী বেড়েছে মাত্র ২৩৬ জন।
২০২২ সালের জনশুমারী অনুযায়ী মেহেরপুর জেলার মোট জন সংখ্যা এখন ৭ লক্ষ ৫ হাজার ৩৫৬ জন।
এই জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ২৫ জন ও নারীর সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ১৬৫ জন। জেলায় পুরুষের তুলনায় নারী বেশী ২৫ হাজার ১৪৫ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের (হিজড়া) ৩৯ জন।
২০১১ সালের আদমশুমারিতে মেহেরপুর জেলার লোক সংখ্যা ছিল ৬ লক্ষ ৫৫ হাজার ৩৯২ জন। এ জনসংখ্যার মধ্যে পুরুষ ছিল ৩ লাখ ২৪ হাজার ৬৩৪ জন ও নারী ছিল ৩ লাখ ৩০ হাজার ৭৫৮ জন।
গত ১১ বছরে মেহেরপুর জেলায় জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫০ হাজার ৪৪ জন।
২০১১ সালে জেলায় খানার সংখ্যা ছিল ১ লাখ ৬৬ হাজার ৩১২ টি। ২০২২ সালে সে খানার সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ৩২৩ টি। জেলায় গত ১১ বছরে খানার সংখ্যা বেড়েছে ২৯ হাজার ১১ টি।
মেহেরপুর জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো: শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।