মেহেরপুরে জনপ্রশাসন মন্ত্রীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
মেহেরপুরে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে এগারটায় কবি নজরুল শিক্ষা মন্জিল প্রাঙ্গণে পাঁচ হাজার শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল।এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান হিরন, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেনের নিজস্ব তহবিল থেকে এ শীতবস্ত্র বিতরন হয়।