মেহেরপুরে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু রাস্তায় কাল হয়ে দাঁড়ানো ছাগল


মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর সড়কে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে দুই সন্তানের জননী এশিয়া খাতুন(৩৭) নামের এক মধ্যবয়সী নারীর মৃত্যু হয়েছে। সোমবার(১৮ সেপ্টেম্বর) দুপুরে তার মৃত্যু হয়। এশিয়া খাতুন মেহেরপুর সদরের কলাইডাঙ্গা গ্রামের কামরুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, এশিয়া খাতুন ও তার ছেলে ইয়ামিন মুরগি কিনে মোটরসাইকেল থেকে বাড়ি ফিরছিলেন। নতুন দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে রাস্তায় দ্রুত পার হওয়া ছাগলকে বাঁচাতে গিয়ে ছিটকে পড়েন ইয়ামিন ও এশিয়া খাতুন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। মাথায় প্রচন্ড আঘাত থাকায় কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী নেওয়ার পথে হাসপাতালের অদূরে ওয়াপদা পৌঁছালে এশিয়া খাতুনের মৃত্যু হয়।