মেহেরপুরে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পাল
বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে মেহেরপুরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(৪ জানুয়ারী) বিকেলে মেহেরপুর জেলা ছাত্রলীগের আয়োজনে একটি আনন্দ মিছিল বের করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি নেতৃত্ব মিছিলটি শহরের জেলা প্রশাসনের কার্যলয় প্রঙ্গন থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ড. শহীদ সামছুজোহা পার্কের কাছে গিয়ে শেষ হয়। মিছিলে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, পৌর সভাপতি বুলবুল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন, মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফসহ জেলা আওয়ামী ও জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। পরে ড. শহীদ সামছুজোহা পার্কের নগর উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হয়। শেষে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি কেক কাটা হয়।