মেহেরপুরে ছাত্রদলের শোভাযাত্রা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:50 PM, 13 September 2023

নবগঠিত মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করায় শোভাযাত্রা করেছে মেহেরপুর জেলা ছাত্রদল। আজ বুধবার বিকাল পাঁচটার দিকে মেহেরপুর কাঁথুলি বাস স্ট্যান্ড এলাকায় জেড কে ফিলিং স্টেশনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুখার্জি পাড়া এলাকায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নবগঠিত মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি, আলমগীর হোসেন, সহ-সভাপতি রেজানুল হক ইমন, সহ-সভাপতি তৌফিক এলাহী শাকিল, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী সাঈদ সহ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নবগঠিত ছাত্রদলের শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।

আপনার মতামত লিখুন :