মেহেরপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস ও কৃষক সমাবেশ
মেহেরপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৫শ কৃষকদের নিয়ে মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার ইছাখালী মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কৃষি অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে মাঠ দিবস ও কৃষক সমাবেশের প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুরের জেলা প্রশাসক শামীম হাসান, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. সুজিত সাহা রায়, কৃষি বিপনণ অধিদপ্তরের উপপরিচালক সিফাত মেহেনাজ, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহাবুবুল পাটোয়ারী, সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম সারোয়ার, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষী ইদ্রিস আলী। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিজয় কৃষ্ণ হালদার। অনুষ্ঠানে মেহেরপুর জেলায় কৃষি বিভাগের সকল কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
মেহেরপুর কৃষিতে অনেক উর্বর, প্রচুর পরিমাণ কৃষি পণ্য উৎপাদিত হয়। আগামীতে গ্রীষ্মকালীন নাসিক এন ৫৩ জাতের পেঁয়াজের উৎপাদন বাড়াতে আরো বেশি প্রানোদনা দেওয়া হবে।
ভোক্তা পর্যায়ে মানুষ যেন স্বল্পমূল্যে পেঁয়াজ কিনতে পারে এবং চাষীরাও যাতে লাভ করতে পারে এর জন্য কাজ করছে সরকার।