মেহেরপুরে গোপন বৈঠক করার সময় জামাতের নারীকর্মীসহ আটক-৬
গোপনে বৈঠক করার সময় মেহেরপুর থানা পুলিশের অভিযানে ৫ নারী সহ ৬ জামায়াত কর্মীকে আটক করেছে। শনিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক কৃতরা হলেন রাধাকান্তপুর গ্রামের মইজুদ্দিন শেখের ছেলে আরসাদ আলী (৫৪),বজলুর রহমানের স্ত্রী ফেরদৌসী খাতুন (৪০),তরিকুল ইসলামের স্ত্রী নয়ন মালা (২৪),সোহেল রানার স্ত্রী রুপালি আক্তার (৩৪),ইয়ারুল ইসলামের স্ত্রী জোসনা (৩৫), আসাদ আলীর স্ত্রী সাফিয়া খাতুন(৪০)। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা দারা খান বিপিএম জানান গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার সেকেন্ড অফিসার এসআই শরীফ হাবিবের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল রাধাকান্তপুর গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে আরশাদ আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় ৬ জনকে আটক করে থানায় নিয়ে আসে।
এসআই শরীফ হাবিব জানান আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।