মেহেরপুরে গাভীপালন বিষয়ক সিআইজি ও ননসিআইজি খামারী সমাবেশ অনুষ্ঠিত
ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ এর আওতায় মেহেরপুর সদর উপজেলার সিংহাটি গ্রামের খামারীদের নিয়ে সুষম খাদ্য ব্যবস্থাপনায় গাভীপালন, উন্নত জাতের ঘাস চাষ, বাছুরের যত্ন, নিয়মিত টিকাপ্রদান, কৃমিনাশক বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সিংহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. তৌহিদুল ইসলাম।
জেলা প্রাণিসম্পদ অফিসারের ডা. মো জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ জন সিআইজি এবং ৪৫ ননসিআইজি খামারীদের সুষম খাদ্য ব্যবস্থাপনায় গাভীপালন, উন্নত জাতের ঘাস চাষ, বাছুরের যত্ন, নিয়মিত টিকাপ্রদান, কৃমিনাশক দেওয়া ইত্যাদি বিষয়ে আলোক পাত করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ সম্প্রসারন অফিসার ডা. শারমিন আক্তার, SALO মো. রহমতউল্লাহ সহ অন্যান্য কর্মকর্তারা।