মেহেরপুরে গাঁজা রাখার অপরাধে দুই ব্যক্তির কারাদন্ড
গাঁজা রাখার অপরাধে বেলাল হোসেন ও জাহিদুল ইসলাম নামের দুই ব্যক্তিকে কারাদন্ড দিয়েছে আদালত।
গাঁজা রাখার অপরাধে বেলাল হোসেন নামের এক ব্যক্তিকে ২ বছর সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহীন রেজা এ রায় দেন। সাজাপ্রাপ্ত বেলাল হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামের লাল মোহাম্মদের ছেলে। ২০১৩ সালে মেহেরপুরের গাংনী থানার পুলিশ গাঁজাসহ বেলাল হোসেনকে গ্রেফতার করে। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ (১) টেবিলের ৭(ক) ধারায় একটি মামলা দায়ের করেন। যার জি আর কেস নং- ২৩৪/১৩। মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে আসামি বেলাল হোসেন দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে এ শাস্তি দেন।
অপরদিকে, গাঁজা রাখার অপরাধে জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ১ বছর সশ্রম কারাদন্ড ও ১৫শ টাকা জরিমানার রায় দিয়েছে আদালত। ১৫শ টাকা অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক বেগম রাফিয়া সুলতানা এ রায় দেন। সাজাপ্রাপ্ত জাহিদুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামের ফজর আলীর ছেলে।
২০১৫ সালে মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর ক্যাম্পের পুলিশ গাঁজাসহ জাহিদুলকে গ্রেফতার করে। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ (১) টেবিলের ৭(ক)ও ১৯এর (৪) ধারা একটি মামলা দায়ের করেন। যার জি আর কেস নং- ৮৩/১৫। মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষীতে আসামি জাহিদুল দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে এ দন্ড দেন।