মেহেরপুরে গাঁজাসহ গ্রেফতার-২
মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ হাসেম আলী(২৮) ও তুষার (২৫) নামের ২ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেহ তল্লাশী করে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বুধবার (৩০ নভেম্বর) দুপুরের দিকে মেহেরপুর কাথুলী সড়ক থেকে হাসেম আলী ও তুষারকে গ্রেফতার করা হয়। হাসেম আলী মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের আকবর হোসেনের ছেলে এবং তুষার একই গ্রামের আজিল উদ্দিনের ছেলে।
জানা গেছে, মেহেরপুর ডিবি’র অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে এসআই জুম্মান , এএসআই এম মাসুদ ,সঙ্গীয় ফোর্সসহ মেহেরপুর কাথুলী সড়কের জামান এন্টারপ্রাইজের সামনে থেকে হাসেম আলী ও তুষারকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।