মেহেরপুরে গাঁজাসহ আটক-১

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:18 PM, 15 August 2022

মেহেরপুরে ১’শ৫০ গ্রাম গাঁজাসহ মুন্না সর্দ্দার(২৫)নামের এক মাদক কারবারিকে আটক করেছে সদর থানা পুলিশ।আজ সোমবার(১৫-আগস্ট) তাকে আটক করে।আটককৃত মুন্না মেহেরপুর সদর উপজেলার রাইপুর গ্রামের খন্দকার পাড়ার বাবুল সর্দ্দারের ছেলে।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত)মেজবাহ উদ্দীন আহমেদ গাংনীর চোখ’কে জানান, মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের মাদক কেনাবেচা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মুন্না সর্দ্দারকে ১’শ৫০ গ্রাম গাজা সহ আটক করে।আটককৃত মুন্না সর্দ্দার এর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) সারণির ১৯(ক)তে মামলা রুজু করা হয়েছে।যার মামলা নং-২৪,তাং-১৫-০৮-২২

 

আপনার মতামত লিখুন :