মেহেরপুরে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
মেহেরপুরে গলায় ফাঁস দিয়ে মোহিনী(২২) খাতুন নামের এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ বুধবার(১৭-আগস্ট) সকাল ১০ টার দিকে ঘরের সিঁড়ি রুমের আড়ার সাথে ওড়না পেচিয়ে ফাঁস আত্মহত্যা করে। ওই গৃহবধূ মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের পন্টের ঘাট এলাকার সৌদি আরব প্রবাসী প্রবাসী জাহাঙ্গীর আলম ও উপজেলার শ্যামপুর গ্রামের মহিবুল ইসলাম খোকনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ দিন আগে মোহিনী তার মায়ের বাড়ি থেকে শশুর বাড়ি আসলে, শ্বশুর বাড়ির পরিবার লোকজন তাকে ঘরে উঠতে দেয় না। প্রতিবেশীদের সাহায্য নিয়ে শ্বশুরবাড়িতে প্রবেশ করলেও নানাভাবে অত্যাচার করে বলে জানা গেছে। তারা আরো জানান শশুর বাড়ির লোকজনের অত্যাচার হইতে না পেরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ্ উদ্দিন আহমেদ জানান, গলায় ফাঁস আত্মহত্যার ঘটনায় খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।