মেহেরপুরে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদকের জন্মদিন উদযাপন
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের জন্মদিন উদযাপনে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করে মেহেরপুর জেলা যুবলীগ। রোববার রাত সাড়ে নয়টার দিকে পৌরসভার হলরুমে কেক কাটা হয়। এ সময় জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন দলীয় নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা ও কেক কাটেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা যুবলীগের সদস্য সাজাদুর রহমান সাজু। উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান হিলন, জেলা যুবলীগের সদস্য মাহবুব হাসান ডালিম, আমানুর রহমান সোহেল, সাইদুর রহমান উজ্জল, রোকনুজ্জামান মতিন, শেখ সরাফত, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান অপু, শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুজ্জামান সুইট, যুবলীগ নেতা কাকন, কাজলসহ যুবলীগের নেতাকর্মীরা।