মেহেরপুরে কৃষকদের কর্মশালা অনুষ্ঠিত
পেইস প্রকল্পের আওতায়, বছরব্যাপী পেঁয়াজ উৎপাদন এবং বাজারজাত করণের মাধ্যমে, উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের আওতায়, পেঁয়াজের সংরক্ষণাগার স্থাপন আগ্রহী করতে কৃষকদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মনঞ্জিল মাঠে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপনকুমার খান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পি কে এস এফ সিনিয়র মহা ব্যবস্থাপক ডঃ আকুন্দ মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ওয়েভ ফাউন্ডেশন এর উপ নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার নাসরিন পারভীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাসেল রানা, ভ্যালু চেইন প্রোজেক্টের ম্যানেজার মাসুম সাগর।
বক্তব্য রাখেন মুজিবনগর সরকার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আলিফ হোসেন, কবি নজরুল শিক্ষামঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম, কৃষক এ জেড এম মারুফু জোহা গোরা, মনিরুল ইসলাম, মোস্তফা কামাল প্রমুখ। পরে কৃষকের মধ্যে পিঁয়াজ সংরক্ষণাগার তৈরির জন্য ঢেউটিন ও বৈদ্যুতিক ফ্যান বিতরণ করা হয়।