মেহেরপুরে কৃতি ৫ গুণী শিল্পীকে সম্মাননা প্রদান

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:40 AM, 23 September 2021

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে মেহেরপুর জেলার কৃতি ৫ গুণী শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে যাত্রা শিল্পী মহিদুল ইসলাম মহিত, নাট্যশিল্পী সুলতানা রাজিয়া টনি, কণ্ঠশিল্পী দিলীপ বিশ্বাস, লোকসংগীত শিল্পী গোলাম আম্বিয়া এবং বাদ্যযন্ত্রে বিশ্বনাথ ভৌমিক কে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ৫ শিল্পী কে উত্তরীয় পরিয়ে, ক্রেস্ট ও ফুল সহ পদক সনদপত্র নগদ ১০ হাজার টাকা করে সম্মানী তুলে দেন।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পত্নী ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম। পুলিশ সুপার মোঃ রাফিউল আলম। আবুল হাসনাত দীপু ও পারমিতা ভট্টাচার্যের সঞ্চালনায় সম্মাননা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান।

আপনার মতামত লিখুন :