মেহেরপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  01:15 PM, 31 December 2022

“আমরা সবাই এক হবো, আলোকিত সমাজ গড়বো” এই প্রতিপাদ্যে মেহেরপুর স্টুডেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ও উচ্চশিক্ষার ক্ষেত্রে কৃতি শিক্ষার্থী এবং বিশেষ কৃতিত্ব অর্জনকারীদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর ডাঃ শহীদ শামসুদ্দোহা পার্কে এই সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান আয়োজন কমিটির আহবায়ক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম, গাংনী সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম, মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মোঃ মাহফুজুল হোসেন, ছহিউদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল আজিম প্রমূখ।পরে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে কৃতি শিক্ষার্থী ও বিশেষ কৃতিত্ব অর্জন কারীর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

রাব্বি আহমেদ,মেহেরপুর
০১৭১৯-৩৯৩৩৪৪
৩১-১২-২২

আপনার মতামত লিখুন :