মেহেরপুরে কীটনাশক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  02:14 PM, 10 June 2021

মেহেরপুর সদর উপজেলার ফুলবাড়িয়াতে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক ব্যবহার করায় আশরাফুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জরিমানা করা হয়।

মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান এর নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরের দিকে এ ভ্রাম্যমান অভিযান চালানো হয়। অভিযান চলাকালে মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া বাজারের মেসার্স আলতাফ ট্রেডার্স থেকে বিপুল পরিমাণ ভেজাল ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও উদ্ধার করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারাই আলতাফ ট্রেডার্সের কর্ণধার আরিফুলের নিকট থেকে ৮ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :