মেহেরপুরে কলেজ ছাত্রী অপহরণ মামলার আসামি গ্রেফতার
মেহেরপুরের গাংনীতে কলেজ ছাত্রী অপহরণ মামলার পলাতক আসামী শিমুল হােসেনকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা। গ্রেপ্তারকৃত শিমুল (২২) গাংনী উপজেলার ধানখোলা গ্রামের মাঠপাড়ার রাইতাল হোসেনের ছেলে।
বুধবার দিবাগত রাত ১১ টার দিকে র্যাব-১২ এর মেহেরপুরের গাংনী ক্যাম্পের একটিদল গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালায়। অভিযানে শিমুলকে গ্রেপ্তার করে। র্যাব-১২ এর গাংনী ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ উল্লাহ জানান, শিমুল হোসেন গত ১১ এপ্রিল সাদিয়া নামের এক কলেজ ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল। পথে মধ্যে একটি নির্মাণাধীন কালভাটের সাথে মােটরসাইকেলের ধাক্কা লাগে। ওই ধাক্কায় দুজনই আহত হয়। পথচারীরা সাদিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় বাদী হয়ে সাদিয়ার বাবা ছহিরুল ইসলাম নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ও সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার নং- ১, তাং- ০১/১১/২৪ ইং। মামলার পর থেকে আসামী শিমুল বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন । গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শিমুলকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।