মেহেরপুরে কর্মহীন অসচ্ছল শিল্পীদের মাঝে আর্থিক সহযোগিতার চেক বিতরন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:58 PM, 27 August 2021

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে করোনা কালীন সময়ে মেহেরপুর জেলার কর্মহীন অসচ্ছল শিল্পীদের মাঝে আর্থিক সহযোগিতার চেক বিতরন করা হয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুরে শিল্পীেদের মাঝে চেক বিতরণ করেন। জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে শুক্রবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন,গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য প্রমূখ শ চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মেহেরপুর জেলার ১০০ জন শিল্পীদের মাঝে প্রত্যেককে ৩ হাজার টাকার করে চেক প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :