মেহেরপুরে করোনা আক্রান্তে ব্যবসায়ীর মৃত্যু
মেহেরপুরে করোনা আক্রান্তে রফিকুল ইসলাম বাবুল (৫৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রফিকুল ইসলাম বাবুল মেহেরপুর বড় বাজার পাড়ার সিরাজুল ইসলামের ছেলে। জানা গেছে,গত ৭ আগষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১২ আগষ্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রফিকুল ইসলাম বাবুলের পরিবার সূত্র জানায়, সে পেশায় একজন স্টুডিও ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ নানা রোগে আক্রান্ত ছিলো। অসুস্থ জনিত কারনে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয় সে।
মেহেরপুরের সিভিল সার্জ ডা: মো: নাসির উদ্দীন জানান, স্বাস্থ্যবিধি মেনে রফিকুল ইসলাম বাবুলের দাফন কাফন করবে ইসলামি ফাউন্ডেশনের কর্মীরা।
Businessman dies of corona attack in Meherpur
Rabbi Ahmed:A businessman named Rafiqul Islam Babul (55) was killed in a corona attack in Meherpur. He died at Rajshahi Medical College Hospital at 12:30 pm on Tuesday. Rafiqul Islam Babul is the son of Sirajul Islam of Meherpur Bara Bazar Para. It is learned that on August 7, while undergoing treatment at Meherpur General Hospital, Corona contracted the disease. When his condition deteriorated, he was taken to Rajshahi Medical College Hospital on August 12 for advanced treatment. He died while undergoing treatment there. According to Rafiqul Islam Babul’s family sources, a studio businessman by profession was suffering from various diseases for a long time. He contracted corona while undergoing treatment at Meherpur General Hospital due to illness.
Dr. Md. Nasir Uddin, Civil Surgeon of Meherpur, said that the staff of Islamic Foundation will bury Rafiqul Islam Babul in accordance with the hygiene rules.