মেহেরপুরে করোনায় প্রাণ গেল আরও ৩ জনের
মেহেরপুরে করোনায় আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের ও সকাল ১০ টার দিকে আরও একজনের মৃত্যু হয়। মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের মেরিনা খাতুন (৩৫), মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের নজরুল ইসলাম (৫৫) ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার রোকন এর স্ত্রী রিনা খাতুন (৪৫)। এ নিয়ে করোনায় মেহেরপুরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে।
বিষয়টি নিশ্চিত করেন মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মকলেছুর রহমান। এছাড়াও তিনি জানান, বর্তমানে হাসপাতালে ৩৯ জন করোনায় আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে এবং হলুদ জোনে (করোনা উপসর্গ) আরও ১৬ জন চিকিৎসাধীন আছে।