মেহেরপুরে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় আরো ৪ জনের মৃত্যু
মেহেরপুরের করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার(৬জুলাই) মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত ব্যাক্তিরা হলো, মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে ছানু মিয়া(৫৭), একই উপজেলার যাদবপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী নাসিমা খাতুন(৫২), গাংনী উপজেলার করমদি গ্রামের খয়রাতলা পাড়ার খইমুদ্দিনের ছেলে কেরু ইসলাম(৫০) ও মোহাম্মদপুর গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে নতি উদ্দিন(৬০)।