মেহেরপুরে করোনার ৪র্থ ডোজ টিকার কার্যক্রম শুরু
মেহেরপুরে শুরু হয়েছে করোনার ৪র্থ ডোজ টিকা প্রদান কার্যক্রমআজ মঙ্গলবার সকাল ৮টা থেকে মেহেরপুর জেলার ৬০ বছরের বয়স্ক প্রবীন ব্যাক্তি, মুক্তিযোদ্ধা, সরকারী চাকুরিজীবিসহ জরুরি কাজে নিয়েজিত ব্যাক্তিদের ৪র্থ ডোজ করোনার টিকা দেওয়া শুরু করে জেলা স্বাস্থ্য বিভাগ।সকালে মেহেরপুর সিভিল সার্জনের কার্যালয় চত্বরে এই টিকা প্রদান করা হয়। ৪র্থ ডোজ করোনার টিকা নিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন সিভিল সার্জন ডা: জওয়াহেরুল আনাম সিদ্দিকী। জেলা স্বাস্থ্য বিভাগ জানান, জেলার সাধারন মানুষের জন্য করোনার ৪র্থ ডোজ টিকা পর্যাপ্ত রয়েছে। আজ থেকে এই কার্যক্রম চলমান। ৩য় ডোজ করোনার টিকা প্রদানের ৪ মাস যাদের হয়েছে তারা এই টিকা গ্রহন করতে পারবেন। এছাড়া ৬০ বছরের বয়স্ক প্রবীন ব্যাক্তি, মুক্তিযোদ্ধা, সরকারী চাকুরিজীবিসহ জরুরি কাজে নিয়েজিত ব্যাক্তিদের ৪র্থ ডোজ করোনার টিকা দেওয়া হবে। ৪র্থ ডোজ করোনার টিকা নিতে সাধারন মানুষ কে উদ্বুদ্ধ করেত জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ প্রচার প্রচরনা চালানো হচ্ছে।